গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাওরাইদ বাজার এলাকায় তিনি এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, কাওরাইদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবতাব উদ্দিন আতা, সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল, সদস্য সচিব সাহাবুদ্দিন বিএসসি, বিএনপি নেতা নুরুল আমিন আকন্দ ও শহীদুল্লাহ্ বন্দুকশিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা পাবে।’
এ সময় স্থানীয় জনতা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবর্তনের আশায় দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ