হামজারা আবার মাঠে নামবেন ১৮ নভেম্বর। সেদিন ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পেশাদার লিগেও খেলা নেই। তবে ফুটবলপ্রেমীরা অলস সময় পার করবেন না। বাংলাদেশ চেয়ে থাকবে কুয়েতের দিকে। ফুটবলে এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ আসর এখানে অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বসুন্ধরা কিংস। ‘বি’ গ্রুপে বসুন্ধরা কিংস খেলবে কুয়েত এসসি ওমানের আলসিব ও লেবাননের আল আনসার ক্লাবের বিপক্ষে। আগামীকালই আসরের পর্দা উঠবে। এশিয়ান ক্লাব ফুটবলে এ নিয়ে টানা ছয়বার খেলছে কিংস। কিংসে আবার জাতীয় দলের ১০ খেলোয়াড় রয়েছেন। তাই দেশের ফুটবলপ্রেমীদের কাছে টুর্নামেন্টের গুরুত্ব বেড়ে গেছে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার আল কারমাহকে ১-০ গোলে হারায় কিংস। গোলটি করেন নাইজেরিয়ার ফুটবলার সানডে এমানুয়েল। যিনি গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন মোহামেডানে খেলেছিলেন। হামজারা জাতীয় দলে খেলার পর ফুটবল ঘিরে আগ্রহ বেড়েছে ক্রীড়ামোদীদের। তাই জাতীয় দলের ১০ জন খেলোয়াড় নিয়ে গড়া কিংস কুয়েতে কী করবে তা নিয়েও আলোচনা হচ্ছে। কিংস এএফসি ক্লাব কাপে যতবার খেলেছে একবারই গ্রুপ পর্ব পার হয়েছে। আর তা দোহায় প্রিলিমিনারি রাউন্ডে আল কারমাহকে হারিয়ে। আরেক গ্রুপ পর্ব পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে কি? শক্তির বিচারে স্বাগতিক কয়েত এসসিকে হট ফেবারিট বলা যায়। আলসিব ও আল আনসারও যথেষ্ট শক্তিশালী। ঢাকা ছাড়ার আগে কোচ মারিও গোমেজ ও অধিনায়ক তপু বর্মণ বলে যান, আমরা সেরাটা দিতে চাই। সত্যি বলতে কী ফুটলপ্রেমীদেরও প্রত্যাশা কিংস ভালো করবে। সেই মানের খেলোয়াড় তাদের রয়েছে। বিশেষ করে রাকিব, ফাহিম, সোহেল রানা (বড়), সাদ উদ্দিন দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিদেশিদের মধ্যে ব্রাজিলের ডরিয়েলটনেরও ফর্ম তুঙ্গে। সানডেও ভয়ংকর, বেস্ট ইলেভেন কেমন হবে এটা কোচের ব্যাপার। কিউবা মিচেল শুরু থেকে খেলবেন না বদলি হিসেবে নামবেন তা দেখার বিষয়। তবে মিচেল তার চেনা পারফরম্যান্স তুলে ধরতে পারলে তা কিংসের জন্য দারুণ কিছু হবে। তবে রক্ষণভাগকে সতর্ক হয়ে খেলতে হবে। বাংলাদেশ ফুটবল লিগে রক্ষণভাগের ভুলে জালে বল জড়িয়েছে। চ্যালেঞ্জ লিগে সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, তা লক্ষ্য রাখতে হবে।
শিরোনাম
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু