চোখের অতল সমুদ্রে মিশে আছে শ্বাস-প্রশ্বাসের বসন্ত।
মৃত মাছের চোখ দুটো খোলা থাকে;
মনের ক্যানভাসে পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ঘটে প্রতিনিয়ত।
এই উপত্যকায় শুধু বিষণ্নতার আবির্ভাব ঘটে।
নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকা নিশাচর পাখি
ভাঙা ডানায় গেঁথে রাখে অভিমানের তিক্ত দ্রোহ, আক্ষেপ অনন্তকাল।