প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা, বাড়ছে নিহতের সংখ্যা। সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে ১২ দফা সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ১২ বছরে সড়ক দুর্ঘটনায় ১,১৬,৭২৬ জন নিহত হয়। এর জন্য তিনি বিগত সরকারের দুর্র্নীতি, ভুলনীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধনের উদ্যোগ ‘অজ্ঞতা ও অনভিজ্ঞতাজনিত গলদ’। এই সিদ্ধান্ত কার্যকর হলে এক বছরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহর অটোরিকশার কারণে অচল হয়ে যাবে।
সংগঠনের ১২ দফা সুপারিশ-নৌ ও রেলপথ সমন্বিত যাতায়াত নেটওয়ার্ক গড়ে তোলা, চাঁদাবাজি বন্ধে পরিবহন খাত সংস্কার করা, ঢাকা-চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে পাতাল মেট্রোরেল, ডিজিটাল লেনদেনের ভিত্তিতে কমপক্ষে দুটি আলাদা উন্নতমানের বাস লেন চালু করা। মোটরসাইকেল, ব্যাটারি-সিএনজিচালিত অটোরিকশা, আমদানি ও বিপণন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া, যানবাহনের চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক কার্যক্রম ডিজিটালাইজেশন, ট্রাফিক ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় উদ্যোগে সড়ক দুর্ঘটনার মামলা গ্রহণ ও ক্ষতিপূরণের নিশ্চয়তা, ভুক্তভোগীর মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা, সড়ক আইনের সুশাসন নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা, সাইক্লিস্ট ও পথচারীর জন্য পৃথক লেন নির্মাণ করা। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শরীফ রফিকুজ্জামান, বারভিডার সভাপতি আবদুল হক, ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. বাদল আহমেদ প্রমুখ।