দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ২৫৩ জনের মৃত্যু হয়েছে এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ। তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এবং একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮১৪ রোগী। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০৫ জনে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বরে। মৃত্যু হয়েছে ৭৬ জনের। ২১ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৩৬৩ জন, মৃত্যু হয়েছে ৫৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৭৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া ঢাকা বিভাগে ১২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬, চট্টগ্রাম বিভাগে ১১৪, খুলনা বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ৪০, রংপুর বিভাগে ৪১, বরিশাল বিভাগে ১২৬ এবং সিলেট বিভাগে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৮৩১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৪ জন। দেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৬০৫ জন।