জিরোনার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের দারুণ প্রত্যাবর্তন আর রোনাল্ড আরাউহোর শেষ মুহূর্তের গোলে জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। খেলার উত্তেজনাপূর্ণ শেষ দিকে মাঠ থেকে লাল কার্ড দেখে ছিটকে পড়েন কোচ হানসি ফ্লিক—যার ফলে আগামী সপ্তাহের এল ক্লাসিকো তিনি গ্যালারি থেকে দেখতে বাধ্য হবেন। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এই জয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে আপাতত পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এল বার্সেলোনা। ৯ ম্যাচে ৭ জয়, এক ড্র ও এক হারে লামিনে ইয়ামালদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে জাবি আলোনসোর রিয়াল। আর চলতি মৌসুমে লিগে মাত্র একটি জয় পাওয়া জিরোনা ৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে।
দুই ম্যাচের পরাজয়ের ধারায় থাকা বার্সেলোনা এদিন মাঠে নামে জোয়ান গার্সিয়া, রবার্ট লেভানদোভস্কি, দানি ওলমো ও রাফিনহাকে ছাড়াই। একঝাঁক চোট সমস্যায় ভোগা ফ্লিককে তাই দুর্বল একাদশ নিয়েই খেলতে হয়। তবে ইনজুরি কাটিয়ে ফেরা লামিন ইয়ামাল শুরু থেকেই ছিলেন মাঠে, আর ম্যাচের শুরুতেই পেদ্রিকে অ্যাসিস্ট করে নিজের মৌসুমের চতুর্থ গোল তৈরি করেন তিনি।
২০ মিনিটে অ্যাক্সেল উইটসেলের এক অ্যাক্রোবেটিক ভলিতে সমতায় ফেরে জিরোনা। এরপর ধারাবাহিকভাবে দুইটি দুর্দান্ত সেভ করে বার্সাকে রক্ষা করেন গোলরক্ষক ভইচেখ শেসনি। ৩০ মিনিটে র্যাশফোর্ডের নেওয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, ফলে প্রথমার্ধেই আবার এগিয়ে যেতে পারেনি বার্সা।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ফারমিন লোপেজ দুর্দান্ত এক শট নিয়ে পোস্টে বল লাগান। এরপর পাও কুবারসি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। একদম কাছ থেকে গোলের সুযোগ নষ্ট করেন র্যাশফোর্ডও। যখন মনে হচ্ছিল জিরোনা পয়েন্ট নিয়েই ফিরবে, তখনই ইনজুরি টাইমে হিরো হয়ে ওঠেন আরাউহো—তার হেডে জয় নিশ্চিত করে বার্সেলোনা।
শেষ বাঁশি বাজতেই স্বস্তির হাসি কাতালান শিবিরে, তবে কোচ ফ্লিকের লাল কার্ড বড় ধাক্কা হয়ে আসছে—কারণ ঐতিহাসিক এল ক্লাসিকোতে এবার তিনি থাকবেন দর্শকসারিতে। সূত্র: গোল
বিডি প্রতিদিন/নাজিম