চাঁদাবাজি ও হামলার ঘটনার প্রতিবাদে আজ রবিবার অর্ধদিবস বন্ধ থাকবে রাজধানীর সব গাড়ি বিক্রয়কেন্দ্র। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বারিধারা ও প্রগতি সরণি এলাকার গাড়ি বিক্রয়কেন্দ্রে কয়েক মাস ধরে চাঁদাবাজি ও ককটেল হামলা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে বারভিডা এই কর্মসূচি ঘোষণা করেছে।
এতে আরও বলা হয়, রবিবার রাজধানীর প্রগতি সরণি এলাকার কোকা–কোলা মোড়ে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিও পালন করা হবে। এ সময় বারভিডার সভাপতি ও সংগঠনের শীর্ষ নেতৃত্বসহ সাধারণ সদস্যরা উপস্থিত থাকবেন।
বিডি প্রতিদিন/জুনাইদ