সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবন্ধী মেয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী ফরিদুল ইসলাম ওরফে বিটকেলকে (১৯) গ্রেফতার করা হয়েছে। রাত ১০টার দিকে র্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ফরিদুল ইসলাম ওরফে বিটকেল রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের বাদশা সেখের ছেলে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, আসামী ফরিদুল ইসলাম বিটকেল দীর্ঘদিন যাবত প্রতিবন্ধী মেয়েটিকে অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করত। এ অবস্থায় গত ৩১ আগষ্ট দুপুরে ফরিদুলের বাড়ীতে কেউ না থাকায় মানসিক প্রতিবন্ধী মেয়েটিকে ফুসলাইয়া তার বসতবাড়ীতে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি তার মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় ১ অক্টোর ফরিদুলকে আসামী করে রায়গঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে ফরিদুল ইসলাম ওরফে বিটকেল পলাতক ছিল। আটকের পর তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম