গতকাল বেলা ৩টায় ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে নতুন প্রেমের নাটক ‘খুঁজি তোকে’। বসুন্ধরা হাউজিং নিবেদিত নাটকটি নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা ইমরাউল রাফাত। চিত্রনাট্য ও গল্পও তার লেখা। এ নাটকটিতে সঞ্জু চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান আর অর্পা চরিত্রে সাদিয়া আয়মান। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং সাবেরী আলম। গল্পে রয়েছে প্রেম, ভুল বোঝাবুঝি ও বিচ্ছেদের মিশেল- যা দর্শক হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা নির্মাতার। নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘অন্যান্য ফিকশন থেকে এটি একটু আলাদা। এর গল্পভাবনা, ক্যারেক্টারাইজেশন, চরিত্রের লুক, স্টোরি টেলিং থেকে শুরু করে প্রতিটি দৃশ্য একটু ফিল্মি স্টাইলে করেছি। প্রোডাকশনটা গতানুগতিক কাজ থেকে একটু অন্যরকম নির্মাণের চেষ্টা করেছি।
আশা করছি, দর্শকদের কাছে কাজটি ভালো লাগবে।’ সাদিয়া আয়মান বলেন, ‘খুঁজি তোকে’-এর শুটিং অভিজ্ঞতা ভালো। আমরা খুলনার পর ঢাকায় শুটিং করেছিলাম। আর রাফাত ভাইয়ের সঙ্গে এর আগে একটি কাজ করেছিলাম। এরপর দীর্ঘদিন আর কাজ করা হয়নি। এবার হলো। আর নাটকটি নিয়ে আমার প্রত্যাশার থেকে দর্শকদের প্রত্যাশা নিয়ে বেশি ভাবছি। তাদের অনেক প্রত্যাশা রয়েছে।
আশা করছি, তারা যেন আমাদের কাজটাকে দেখে। ক্যাপিটাল ড্রামার সঙ্গে দর্শক যেন থাকে, এটাই কামনা।’ এদিকে ‘খুঁজি তোকে’র শুটিং হয়েছে খুলনা ও বাগেরহাটের নান্দনিক লোকেশনে। এতে রয়েছে দুটি দৃষ্টিনন্দন অ্যাকশন দৃশ্য, যা পরিচালনা করেছেন সুফিয়ান। এ ছাড়া রোমান্টিক আবহে সুরের ছোঁয়া দিতে যুক্ত হয়েছে একটি গান- ‘সাথী রে’, যা গেয়েছেন আবীর বিশ্বাস। মেহেদী হাসান তামজীদের সংগীত পরিচালনায় গানটি লিখেছেন আবীর বিশ্বাস। নাটকটির গল্প নিয়ে ক্যাপিটাল ড্রামার হেড অব কনটেন্ট আনোয়ারুল আলম সজল বলেন, ‘খুঁজি তোকে’ পরিপূর্ণ প্রেমের গল্প। কাজটি এতটাই গোছানো ও সিনেমাটিকভাবে নির্মিত হয়েছে,
আশা করছি দর্শক নাটকটি দেখে ঠিক সেই অনুভূতি পাবেন।’ প্রেম, আবেগ আর বাস্তবতার মিশেলে তৈরি ‘খুঁজি তোকে’ দর্শকদের মনে নতুন এক অনুভূতি জাগাবে, এমনটাই আশা করছেন নির্মাতা ও শিল্পীরা। উল্লেখ্য, ক্যাপিটাল ড্রামা চ্যানেলে একাধিক জনপ্রিয় নাটক- অনেক দিন পরে, প্রিয় প্রজাপতি, চলো হারিয়ে যাই, দেরি করে আসবেন, উইশ কার্ড, মিথ্যে প্রেমের গল্প, খোয়াবনামা, ফাঁন্দা ও ‘চোর’ প্রকাশিত হয়েছে।