হলিউডের আলোচিত জুটি টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমের ইতি ঘটেছে। নয় মাসের সম্পর্ক শেষে পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।
সম্প্রতি একসঙ্গে একটি থ্রিলার সিনেমায় কাজ করার কথা ছিল এই দুই তারকার। পাশাপাশি তাঁদের ঘিরে 'স্পেস ওয়েডিং'-এর গুঞ্জনও ছড়িয়েছিল। এর মধ্যেই সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে এলো।
এক ঘনিষ্ঠ সূত্র দ্য সানকে জানিয়েছে,'টম ও আনা দারুণ সময় কাটিয়েছেন, তবে এখন তাঁদের সম্পর্কের উষ্ণতা ফিকে হয়ে গেছে। তাঁরা বুঝতে পেরেছেন, এই সম্পর্ক দীর্ঘমেয়াদে টিকবে না। তাই বন্ধুত্ব বজায় রেখেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।'

সূত্রটি আরও জানায়, দুজনের মধ্যকার পুরোনো উন্মাদনা আর নেই, তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও বজায় রয়েছে।
টম ক্রুজ ও আরমাস ‘ডিপার’ নামে একটি থ্রিলার ছবিতে একসঙ্গে অভিনয়ের পরিকল্পনা করছিলেন। সম্পর্কের অবনতির কারণে ছবির কাজ নিয়ে সংশয় তৈরি হলেও, সূত্রটি নিশ্চিত করেছে— আনা ইতিমধ্যেই তাঁর পরবর্তী ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং পেশাদারিত্ব বজায় রেখেই তাঁরা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।
টম ও আরমাসের প্রেমের শুরুটা হয়েছিল আমেরিকার ভারমন্টে হাতে হাত ধরে হাঁটার একটি ছবি ভাইরাল হওয়ার মাধ্যমে। এরপর তাঁরা একসঙ্গে ছুটি কাটিয়েছেন মাদ্রিদ ও লন্ডনে। এমনকি ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনের পার্টি এবং ওয়েম্বলি স্টেডিয়ামে একটি কনসার্টেও একসঙ্গে দেখা গেছে তাঁদের। হেলিকপ্টার রাইডে রোমান্সের মুহূর্তগুলোও নজর কেড়েছিল ভক্তদের।
‘নক আউট’, ‘নো টাইম টু ডাই’ ও ‘ব্যালেরিনা’ খ্যাত আনা ডে আরমাস এর আগে অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে ছিলেন ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত। পরে পল বুকেডাকিসের সঙ্গেও সম্পর্কে জড়ান, তবে সেটিও স্থায়ী হয়নি।
বিডি প্রতিদিন/মুসা