আসন্ন দীপাবলি বা কালীপুজার আগে সকলকে আরও সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রতিবছর আলো ও আনন্দের এই উৎসবের সময়টা যখন বেশিরভাগের কাছেই আনন্দদায়ক, তখন অনেক অবলা প্রাণীর কাছে সেটাই হয়ে ওঠে বিভীষিকা। এই বাস্তবতা মনে করিয়ে দিতেই মিমির আবেগঘন আবেদন- ‘একটু মানবিক হয়ে ভাবুন।’
সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় মিমি বলেন, “এটাই সময় পশুপ্রেমীদের এগিয়ে আসার। আমাদের কণ্ঠ তোলা দরকার। শব্দবাজির প্রভাবে কতটা যন্ত্রণা পায় রাস্তায় থাকা প্রাণীগুলো, সেটা একটু ভাবুন। এটা পলিউশনের ব্যাপার নয়, এটা মানবিকতার প্রশ্ন।”
শব্দবাজি নিয়ে সচেতনতা বাড়ানোর প্রয়াসে অনেকেই মিমিকে প্রশ্ন করেছেন, ‘বিশ্বজুড়ে বাজি পোড়ানো হয়, আমরা কেন পারব না? আমি বায়ুদূষণ নিয়ে কিছু বলতে চাই না। শুধু চাই অবলাদের মুখের দিকে একবার তাকান। তাদের ব্যথা কি আমরা অনুভব করতে পারি না?”
মিমি মনে করিয়ে দেন, “অনেকের বাড়িতে বয়স্ক মানুষ থাকেন, কারও বাড়িতে পাখি বা পোষ্য থাকে। তাদেরও এই বিকট শব্দ কষ্ট দেয়, ভয় পাইয়ে দেয়। একটাবার ভেবে দেখুন, আনন্দের নামে কাউকে কি যন্ত্রণা দেওয়া উচিত?
মিমি চক্রবর্তীর অনুরোধ, “শব্দ নয়, আলোর উৎসব হোক দীপাবলি। ছোটদের শিক্ষা দিন, কীভাবে আনন্দে থাকা যায়, কিন্তু অন্যের ক্ষতি না করে।”
বিডি প্রতিদিন/মুসা