পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী।শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ইলিশ রক্ষায় সাগর ও নদীতে মাছ ধরার ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালানো হয়।
অভিযান শেষে জব্দ করা জাল আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল