জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী কালাই উপজেলার পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে মানুষের সেবায় বিনামূল্যে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের পরিচালনায় ৫০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চোখের আলো ফিরে পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি।
চিকিৎসা নিতে আসা উপজেলার এলতা গ্রামের জসিম উদ্দিন নামে ষাটোর্ধ্ব এক কৃষক বলেন, ‘আমি কয়েক বছর ধরে চোখে ঝাপসা দেখি। ডাক্তাররা বলল ছানি পড়েছে। এখন তারা বলছে ফ্রি অপারেশন করাবে। গরিব মানুষ, সুযোগ না পেলে হয়তো এ চোখ নিয়েই মরতে হতো।’
দেওগ্রাম গ্রামের গৃহবধূ নাজমা বেগম বলেন, ‘অনেকদিন ধরে চোখে চুলকানি আর পানি পড়তো। এখানে এসে চোখ দেখিয়ে ওষুধ আর চশমা পেলাম। কোন টাকা-পয়সা লাগে নাই।’
বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী আল আমিন বলেন, ‘চশমার দরকার ছিল অনেকদিন, কিনতে পারিনি। আজকে বিনা খরচে পেয়ে খুব উপকার হলো।
এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি লক্ষ মানুষের সেবা করা। সেই ধারাবাহিকতায় আমাদের সাধ্যের মধ্যে এই আয়োজন। এ নিয়ে আমরা চারটি চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন করলাম। রোগীদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ ও ছানি অপারেশন করে লেন্স লাগানোরও ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া