বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। দেশ আজ মহাসংকটের দিকে এগোচ্ছে। ৩৬ জুলাই-পরবর্তী সাধারণ মানুষ মনে করেছিল দুঃশাসন, দুর্নীতি, আইনের শাসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এ সরকার সক্ষম
হবে। কিন্তু আমরা দেখলাম বিপরীত চিত্র। সংকট উত্তরণে প্রয়োজন সর্বদলীয় উদ্যোগ। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে ‘সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি ক্যানসার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বি এম এরশাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুল হাকিম, মেজর (অব.) আমিন আহমেদ, বি এম এরশাদ প্রমুখ।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আরও বলেন, সিন্ডিকেট দ্বিগুনহারে বেড়ে যেন ভূতুড়ে দেশে পরিণত করেছে। শিল্প, গার্মেন্টস বন্ধ হয়ে বেকার হচ্ছে অসংখ্য মানুষ। সংকট উত্তরণের পথ বের করতে হবে। আল্লামা মতিন বলেন, জুলাই সনদে সব দলের স্বাক্ষরের কথা বললেও নিবন্ধিত কিয়দাংশ দলকে গুরুত্ব দেয়নি। ফলে এ জুলাই সনদের গুরুত্ব থাকল না।