মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংককে ঠেকাতে ইউরোপের শীর্ষস্থানীয় মহাকাশ সংস্থাগুলো লোকসানে চলা স্যাটেলাইট উৎপাদন কার্যক্রমকে একীভূত করার প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা আলোচনার পর এয়ারবাস, থ্যালেস এবং লিওনার্দোর মধ্যে এই বহু প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন হলো।
বৃহস্পতিবার এই তিনটি ইউরোপীয় অ্যারোস্পেস গোষ্ঠী তাদের যৌথ উদ্যোগের ঘোষণা করেছে। এই নতুন সংস্থা ২০২৭ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করবে। তবে এর জন্য ইউরোপীয় নিয়ন্ত্রকদের অনুমোদনের প্রয়োজন হবে। যারা অতীতে এই ধরনের একীভূতকরণকে কিছুটা প্রতিরোধ করেছেন।
কোম্পানিগুলির যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, নামহীন এই নতুন সংস্থাটি ইউরোপ জুড়ে ২৫ হাজার কর্মসংস্থান তৈরি করবে। পরিসংখ্যান অনুযায়ী এর বার্ষিক আয় হবে ৬.৫ বিলিয়ন ইউরো (প্রায় ৭.৫৮ বিলিয়ন মার্কিন ডলার)।
এই চুক্তির ফলে এয়ারবাসের হাতে থাকবে ৩৫ শতাংশ শেয়ার। যেখানে থ্যালেস এবং লিওনার্দো প্রত্যেকেই ৩২.৫ শতাংশ শেয়ারের মালিক হবে। একটি ভারসাম্যপূর্ণ পরিচালন কাঠামোসহ এটি যৌথভাবে নিয়ন্ত্রণ করা হবে। কোম্পানিগুলি আশা করছে, এই একীভূতকরণের ফলে পাঁচ বছর পর থেকে প্রতি বছর পরিচালন আয়ে মিড-ট্রিপল ডিজিট মিলিয়ন ইউরো পরিমাণ সমন্বয়জনিত মুনাফা অর্জন করা সম্ভব হবে।
প্রজেক্ট ব্রোমো নামক এই আলোচনা গত বছর শুরু হয়েছিল। এর লক্ষ্য ছিল ইউরোপীয় ক্ষেপণাস্ত্র নির্মাতা এমবিএডি'র মতো একটি সফল সহযোগী মডেল তৈরি করা। যার মালিকানাতেও এয়ারবাস, লিওনার্দো এবং বিএই সিস্টেমস রয়েছে।
ইউরোপের এই শীর্ষ স্যাটেলাইট নির্মাতারা দীর্ঘদিন ধরে জিওস্টেশনারি কক্ষপথে জটিল মহাকাশযান তৈরি করতে প্রতিযোগিতা করে আসছিল। কিন্তু, ইলন মাস্কের স্টারলিংকের মতো কোম্পানিগুলি যখন পৃথিবীর নিম্ন কক্ষপথে ( লো আর্থ অরবিট) কম দামের ক্ষুদ্র স্যাটেলাইট নিয়ে আসে, তখন তাদের ব্যবসায় বড় ধাক্কা লাগে।
তিনটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা এক যৌথ ঘোষণায় জানিয়েছেন, এই একীভূতকরণ সরকারগুলোকে কৌশলগত মহাকাশ ডোমেনে ইউরোপের স্বশাসন নিশ্চিত করতে সাহায্য করবে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুুল