চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেয়াদোত্তীর্ণ মিষ্টি সামগ্রী রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাউলী বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মিষ্টি বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, স্বাস্থ্য সনদ না থাকা, ফ্রিজে মাছ-মাংসের সাথে বাসি মিষ্টি ও মিষ্টি তৈরি উপকরণ সংরক্ষণ করায় মিষ্টি বাড়ি নামের প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ