পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় একটি র্যালি বের করা হয়। পরে পৌর অডিটরিয়ামে শিশুদের পরিবেশনায় বিশেষ টকশো, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস, একশন এইডের সহযোগিতায়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, ওসি (ভারপ্রাপ্ত) জুয়েল ইসলাম প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আভাস’র এলআরপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, শিশুদের অধিকার, সুরক্ষা ও বিকাশ বিষয়ে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। শিশুদের বাদ দিয়ে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন পূর্ণতা পায় না। তাই শিশুদের জন্য বাসযোগ্য সমাজ ও তাদের অধিকার নিশ্চিত করতে এখন থেকেই সবাইকে কাজ করতে হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল