বঙ্গোপসাগরের বাংলাদেশি জলসীমায় বেআইনিভাবে মাছ শিকারের দায়ে নৌবাহিনী ফের একটি ভারতীয় ফিসিং ট্রলার আটক করেছে। এ ঘটনায় ৯ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ট্রলারটি ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার বিকেলে ধাওয়া দিয়ে আটক করা হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আটক ট্রলারটি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থেকে আসা ৯ জেলে নিয়ে বাংলাদেশী জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করছিল।
নৌবাহিনী ট্রলারটি মোংলার ফেরিঘাটে নিয়ে আসে এবং জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘনের মামলা দায়ের করা হবে এবং শুক্রবার বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী মাছ নিলামে বিক্রি অথবা অন্যান্য প্রক্রিয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, চলতি মাসের ১৭ অক্টোবর, জুলাই ও আগস্ট মাসেও নৌবাহিনী বঙ্গোপসাগর থেকে মোট চারটি ভারতীয় ফিসিং ট্রলার আটক করেছিল।
বিডি-প্রতিদিন/আশফাক