জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের শারীরিকভাবে অক্ষম দুই ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই মানবিক সহায়তা প্রদান করেন তিনি।
জানা যায়, মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর ও জয়সিংগা গ্রামের দুইজন শারীরিক প্রতিবন্ধী দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি নজরে এলে এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের ব্যক্তিগত সহায়তায় দুটি পরিবারকে একটি করে হুইলচেয়ার দেওয়া হয়।
চেয়ার পেয়ে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা উচ্ছ্বাস প্রকাশ করে তারা। এক প্রতিক্রিয়ায় তারা জানান, তাদের চলাফেরা করতে খুব কষ্ট হতো। হুইলচেয়ার পাওয়ায় তারা এখন স্বাভাবিকভাবে চলতে পারব। এটি অনেক উপকারে এসেছে।
এমন উদ্যোগের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, রাজনীতির মূল নীতি হলো মানুষের সেবা করা। মানবিক কল্যাণে সবাইকে এগিয়ে আসলে রাজনীতি করা সহজ হয়ে ওঠে। আগামীতে এমনে উদ্যোগ আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।
এসময় হুইলচেয়ার বিতরণের সময় জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক,ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,মামুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ,ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম,উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন সাধারণ সম্পাদক আইরিন নাহার শিল্পী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল