গুগল ক্রোমের নতুন আপডেটে যুক্ত হচ্ছে এমন একটি ফিচার, যা স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত নোটিফিকেশন বন্ধ করে দেবে। প্রযুক্তি সাইট এনগ্যাজেটের তথ্যানুযায়ী, ব্যবহারকারী যদি কোনো ওয়েবসাইটের সঙ্গে দীর্ঘ সময় ইন্টারঅ্যাক্ট না করেন, তাহলে ক্রোম স্বয়ংক্রিয়ভাবে সেই সাইটের নোটিফিকেশন অনুমতি বাতিল করবে। অর্থাৎ ক্রোমের এই নতুন ফিচার অতিরিক্ত নোটিফিকেশনের ঝামেলা কমাতে সাহায্য করবে। এমনকি নতুন এই ফিচার ক্রোমের বিদ্যমান ‘সেইফটি চেক’ ফিচারের মতো কাজ করবে।
গুগল জানিয়েছে, নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ উভয় সংস্করণেই ধীরে ধীরে চালু করা হবে। ব্যবহারকারীরা চাইলে ক্রোমের সেটিংস থেকে এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ বন্ধও করতে পারবেন। গুগলের অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, ব্যবহারকারীরা মোট নোটিফিকেশনের এক-শতাংশেরও কমে সাড়া দেন। নতুন ফিচারের ফলে নোটিফিকেশনের সংখ্যা কমে গেলে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে ব্যবহারকারীর মনোযোগ বাড়বে বলে আশা করছে সংস্থাটি।
বিডি প্রতিদিন/এমআই