গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মাদানীকে (৫০) শিকলবন্দি অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড বাজার এলাকার একটি রাস্তার পাশে গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুল্লাহ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা মুহিবুল্লাহ নিয়মিতভাবে জুমার খুতবায় সামাজিক অবক্ষয় নিয়ে সচেতনতামূলক বয়ান দিতেন। এসব বক্তব্যের পর থেকেই তিনি একাধিকবার উড়ো চিঠিতে হুমকি পান।
বুধবার সকালে নামাজ শেষে হাঁটতে বেরিয়ে তিনি নিখোঁজ হন। সকাল ১১টা পর্যন্ত তার মোবাইল ফোন চালু থাকলেও এরপর বন্ধ পাওয়া যায়। পরে স্বজনরা টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকায় ফজরের নামাজ শেষে স্থানীয়রা গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় অচেতন মাওলানা মুহিবুল্লাহকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহিল জামান বলেন, ‘আমরা তাকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।’
বিডি-প্রতিদিন/আশফাক