আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সমস্যা দূর করা হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নাওয়াজ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। প্রার্থী অনেকেই আছেন, তবে যারা দলের জন্য কাজ করেছে, করবে ও সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করে গিয়েছি। হাজারো নির্যাতন-নিপীড়ন সহ্য করে কখনো পিছিয়ে যাইনি। সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাব। ধানের শীষের জয় নিশ্চিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারের প্রধান সড়কে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি