ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগেই। এবার তিনি জানালেন স্প্যানিশ ক্লাবটিতেই স্থায়ীভাবে থাকতে চান। শৈশবের ক্লাবটি ছাড়াকে তিনি ক্যারিয়ারগত প্রয়োজন বলেই মনে করছেন।
চলতি বছরের জুলাই মাসে ইউনাইটেড থেকে এক বছরের জন্য ধারে বার্সেলোনায় যান ২৭ বছর বয়সী এই রাশফোর্ড। চুক্তিতে আগামী গ্রীষ্মে তাকে প্রায় ৩০ মিলিয়ন ইউরো ($৩৫ মিলিয়ন) মূল্যে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। বার্সেলোনা এই এক বছর রাশফোর্ডের বেতনের সম্পূর্ণ অংশ বহন করছে। যদিও ম্যানচেস্টারে জন্ম নেওয়া এই খেলোয়াড় বেতন কমাতেও রাজি হয়েছেন।
ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত থাকলেও গত বছর কোচ রুবেন আমোরিমের সঙ্গে মনোমালিন্যের পর ওল্ড ট্র্যাফোর্ডে তার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। তবে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের অধীনে তিনি আবারও পুরোনো ফর্মে ফিরেছেন।
বৃহস্পতিবার ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশফোর্ডকে বার্সেলোনায় থাকতে চান কি না জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি উত্তর দেন, অবশ্যই। তিনি বলেন, আমি এই ফুটবল ক্লাবে উপভোগ করছি এবং আমার মনে হয় যারা ফুটবল ভালোবাসে, তাদের জন্য বার্সেলোনা খেলার ইতিহাসের অন্যতম প্রধান ক্লাব। একজন খেলোয়াড়ের জন্য এটি একটি সম্মান।
গত মৌসুমে অ্যাস্টন ভিলায় স্বল্প সময়ের ধারে গিয়ে ফর্ম ফিরে পাওয়ার পর রাশফোর্ড বার্সেলোনায় যেন আরও এক ধাপ এগিয়ে গেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি ম্যাচে তিনি এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন এবং ছয়টি গোলে সহায়তা করেছেন।
রোববার তার প্রথম এল ক্লাসিকোর আগে রাশফোর্ড বলেন, বিদেশে আসার ফলে তিনি নতুন করে সবকিছু দেখার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, লোকে ভুলে যায় যে আমার জীবনের ২৩ বছর ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। তাই কখনও কখনও আপনার শুধু একটি পরিবর্তন দরকার হয়। আমার মনে হয় আমার ক্ষেত্রেও এটাই হয়েছে। আমি সবকিছু উপভোগ করছি।
বিডি প্রতিদিন/নাজমুল