মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে প্রধান কোচ হান্সি ফ্লিককে ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে। আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে থাকতে পারবেন না কাতালান ক্লাবটির কোচ।
গত সপ্তাহে লা লিগায় জিরোনার বিপক্ষে দু’বার হলুদ কার্ড দেখে ডাগ-আউট ছাড়তে হয় বার্সা কোচেকে। লিগের পরের ম্যাচেও নিষিদ্ধ হন তিনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নূ ক্যাম্পের ক্লাবটি। কিন্তু ডিসিপ্লিনারি কমিটি ওই সিদ্ধান্তকে সঠিক বলে গণ্য করেছে এবং একটি ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
এরপর বার্সেলোনা আবারও আপিল করলেও অ্যাপিলস কমিটি তাও খারিজ করে দিয়েছে। ফলে এল ক্লাসিকোতে দর্শক হয়েই থাকতে হবে ফ্লিককে। অভিজ্ঞ জার্মা কোচের অনুপস্থিতি প্রধান সহকারী কোচ মার্কাস সর্গকে ডাগ-আউটে দেখা যেতে পারে। গত মৌসুমে লেগানেস এবং আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুইবার দলের দায়িত্ব নিয়েছিলেন সর্গ।
বার্সার জন্য চিন্তার বিষয় হলো ফ্লিকের সহকারীর দায়িত্ব নেওয়া দুটি ম্যাচেই হেরে যায় তারা। ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে ০-১ গোলে হারের পর অ্যাতলেটিকোর বিপক্ষে ১-২ ব্যবধানে হারে বার্সা। তাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফ্লিকের অনুপস্থিতি জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদকে খানিকটা এগিয়ে রাখল।
সবশেষ চারটি এল ক্লাসিকোতে ফল এসেছে বার্সার পক্ষে। গত মৌসুমে প্রতিবারই চিরপ্রতিদ্বন্দ্বিদের মুখোমুখি হয়ে হাসিমুখে মাঠ ছাড়ে লামিনে ইয়ামাল-রাফিনিয়ারা। এবার আলোনসোর নতুন রিয়াল কি বার্সার টানা পাঁচ জয় ঠেকাতে পারে কিনা সেটাই দেখার।
বিডি প্রতিদিন/নাজিম