জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ভারতের—এমন পরিসংখ্যানে ম্যাচে বারবার হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে ওভার কাটা গেলেও শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি হয়েছে। আর সেই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত।
এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। তবে একটি করে ম্যাচ বাকি থাকায় পয়েন্ট তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল কারা হবে; সেটা এখনো ঠিক হয়নি। তাই সেমিফাইনালে কোন দল কাদের বিপক্ষে খেলবে, সেটাও জানা যায়নি।
বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৪০ রানের পাহাড় গড়ে স্বাগতিক ভারত। দলের হয়ে ১৩৪ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১২২ রান করেন প্রতীকা রাওয়াল। ৯৪ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০৯ রান করেন স্মৃতি মান্ধানা। ৫৫ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৭৭ রান করে অপরাজিত থাকেন জেমিমা।
৪৪ ওভারে ৩২৫ রানের টার্গেঠ তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৭১ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। বৃষ্টি আইনে ৫৩ রানে জয় পায় ভরত।
বিডি প্রতিদিন/নাজিম