ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। খবর আল জাজিরার। কুর্নল জেলার চিন্নাতেকুরু গ্রামের কাছে একটি মোটরবাইকের সঙ্গে সংঘর্ষের পর হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো স্লিপার কোচে আগুন ধরে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সময় শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। তখন বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম দ্য হিন্দু।
পুলিশ জানায়, সংঘর্ষের পর বাসটির সামনের অংশে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। অল্প সময়ের মধ্যে জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়, ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।
কুর্নলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল বলেন, “১৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি যাত্রীদের মধ্যে অনেকেই গুরুতর দগ্ধ।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে অনেকে জেগে উঠলেও কেউ কেউ সময়মতো বের হতে পারেননি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোটরবাইকটি বাসের নিচে ঢুকে পড়ায় আগুনের সূত্রপাত ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সংসদ সদস্য বাইরেড্ডি শবরি বলেন, “অনেক মৃতদেহ এতটাই দগ্ধ যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।”
এর আগে ১৫ অক্টোবর ভারতের রাজস্থানের জয়সলমিরে যোধপুরগামী একটি এসি বাসে শর্ট সার্কিট থেকে আগুন ধরে গিয়ে ২০ জন প্রাণ হারিয়েছিল।
সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/আশিক