ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একটি যাত্রীবোঝাই বাসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে বাসটিতে থাকা বেশির ভাগ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ভোর সাড়ে ৩টা নাগাদ কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে একটি বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। তাতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। খবর এনডিটিভির।
গণমাধ্যমটি জানিয়েছে, বাসে আগুনের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া আহত অনেকেই। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতের দিকের এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি। এনডিটিভি জানিয়েছে, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে মধ্যরাতে হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু করে এবং এটি জাতীয় সড়ক ৪৪ (এনএইচ-৪৪)-এর কুর্নুলের কাছে পৌঁছালে একটি দুই চাকার যানের সাথে দুর্ঘটনার সম্মুখীন হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, বাসের নিচে দু-চাকার গাড়িটি আটকে যাওয়ার ফলে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন কয়েক মিনিটের মধ্যেই বাসটিকে গ্রাস করে ফেলে। যাত্রী তালিকা অনুযায়ী, চালক এবং কর্মীসহ বাসটিতে মোট ৪০ জন ছিলেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে’।
তিনি আরও বলেন, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভাঙতে হয়েছিল। যে ভাঙতে পেরেছে সে বেঁচে গেছে।
বিডি-প্রতিদিন/শআ