রাস্তায় হাঁটতে হাঁটতে কাপের কিছু কফি ড্রেনে ফেলেছিলেন পশ্চিম লন্ডনের কিউ এলাকার বাসিন্দা বুরচু ইয়েসিলিয়ার্ট। এতেই বাঁধে বিপত্তি। তার এই আচরণের জন্য গুনতে হয়েছে ১৫০ পাউন্ডের জরিমানা। যা তাকে রীতিমতো ‘বিস্মিত’ করেছে।
এ প্রসঙ্গে বুরচু জানান, তিনি বরং দায়িত্বশীল নাগরিকের মতোই কাজ করছিলেন। কারণ কাজে যাওয়ার বাস এসে পড়ায় কাপের তলানিটুকু বাসের মধ্যে পড়ে যাওয়ার ভয়ে তিনি ড্রেনে ঢেলে দেন। কিন্তু এই ঘটনার পরই নাটকীয়ভাবে রিচমন্ড স্টেশনের কাছে বাসস্টপেজে তাকে তিনজন এনফোর্সমেন্ট অফিসার ঘিরে ধরেন এবং ১৯৯০ সালের ব্রিটিশ পরিবেশ সুরক্ষা আইন-এর ৩৩ নম্বর ধারায় তাকে জরিমানা করেন।
বুরচু প্রথমে ভেবেছিলেন অফিসাররা বাসের কোনো সমস্যা নিয়ে কথা বলতে এসেছেন, কারণ রাস্তার ড্রেনে তরল ফেলা যে বেআইনি, তা তার ধারণার বাইরে ছিল। তিনি বলেন, পুরো ঘটনাটা আমার জন্য একটা বড় ধাক্কা ছিল।
বুরচুর এই অভিজ্ঞতা তাকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে কাজে যাওয়ার সময় তিনি রীতিমতো কাঁপছিলেন এবং অফিসারদের আচরণকে ‘ভীতিজনক’ বলে অভিহিত করেন। তবে রিচমন্ড-আপন-টেমস কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, অফিসারদের বডি-ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়েছে এবং তারা মনে করেন না যে অফিসাররা আক্রমণাত্মক আচরণ করেছেন। বরং ফুটেজ দেখে এটা স্পষ্ট যে অফিসাররা পেশাদারত্বের সঙ্গেই পরিস্থিতি সামলেছেন।
বুরচু জানান, বাকি কফি নিয়ে কী করা উচিত ছিল, জিজ্ঞাসা করায় তাকে কাছের একটি ডাস্টবিনে ফেলে দিতে বলা হয়। তিনি যুক্তি দেখান যে, তিনি তো আবর্জনা এড়ানোর জন্যই দায়িত্বশীল আচরণ করতে চেয়েছিলেন। ‘আমার সঙ্গে ভীষণ অন্যায় করা হয়েছে। এই জরিমানাটা মাত্রাছাড়া এবং অযৌক্তিক,’—যোগ করেন তিনি।
বুরচু ইয়েসিলিয়ার্ট ডাস্টবিন এবং বাসস্টপেজের কাছে সাইনবোর্ড লাগিয়ে আইনটি সম্পর্কে মানুষকে আরও সচেতন করার দাবি জানিয়েছেন এবং তিনি এখনো জরিমানা পরিশোধ করেননি, বরং কাউন্সিলের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
কাউন্সিলের মুখপাত্র বলেছেন, আমরা রিচমন্ডের জলপথ রক্ষা করতে এবং আমাদের রাস্তাঘাট পরিষ্কার ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু প্রয়োজনেই ব্যবস্থা নেওয়া হয় এবং বাসিন্দা মনে করলে পর্যালোচনার জন্য আবেদন করতে পারেন।
যুক্তরাজ্যের পরিবেশ সুরক্ষা আইনে বলা আছে, এমনভাবে কোনো বর্জ্য ফেলা একটি অপরাধ যা জমি বা পানিকে দূষিত করতে পারে এবং এর মধ্যে রাস্তার ড্রেনে তরল ঢালাও অন্তর্ভুক্ত। আইনরক্ষকরা মনে করেন, এই তরলগুলো জমি বা পানিকে দূষিত করতে পারে। বুরচুকে ১৪ দিনের মধ্যে পরিশোধ করলে জরিমানার পরিমাণ কমে ১০০ পাউন্ড হবে, অন্যথায় ১৫০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কেএইচটি