২৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি বেশিক্ষণ টিকতে দিলেন না নাসুম আহমেদ। পঞ্চম ওভারে আলিক আথানেজকে এলবিডব্লিউ করে দিলেন বাঁহাতি স্পিনার। নিশ্চিত আউট বুঝতে পেরে রিভিউ নেননি উইন্ডিজ ওপেনার। ২১ বলে ১৫ রান করেন তিনি।
এদিকে, টিকতে পারলেন না তিন নম্বরে নামা আকিম অগাস্ত। রানের খাতা খোলার আগেই নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন তিনি। শুরুতে আম্পায়ার অবশ্য আউট দেননি। রিভিউ নিয়ে তার বিদায়ঘণ্টা বাজায় বাংলাদেশ।
কিংকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার একাই গুঁড়িয়ে দিলেন নাসুম আহমেদ। টানা তৃতীয় ওভারে তিনি ফেরালেন ব্র্যান্ডন কিংকে। বোল্ড হওয়ার আগে ১৮ রান করতে পারলেন উইন্ডিজ ওপেনার।
তিনশ ছুঁইছুঁই রান তাড়ায় শুরুতেই চাপে রয়েছে তারা। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। জয়ের জন্য বাকি ৪০ ওভারে তাদের প্রয়োজন আরও ২৫৮ রান।
কেসি কার্টি ১৪ বলে ৫ ও শাই হোপ ৫ বলে ১ রানে খেলছেন। প্রথম ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিলেন নাসুম।
আজ দীর্ঘ ১০ বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে শতরানের উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। মাত্র ১৫২ বলে ১৭৬ রান যোগ করেন এই দুজন। তবে ইনিংসের দ্বিতীয়ার্ধে রানের এই ধারা রাখতে পারেনি বাংলাদেশ। পরের ১৪৮ বলে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান যোগ করে টাইগাররা। তাতে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানে থামেন মেহেদী হাসান মিরাজরা।
বিডি-প্রতিদিন/আশফাক