সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের বিপক্ষে দারুণ শুরু করে বাংলাদেশ। সৌম্য সরকার আর সাইফ হাসানের দুর্দান্ত ওপেনিং জুটিতে দলীয় স্কোর দাঁড়ায় ১৭৬ রান। তবে ব্যক্তিগত ৮০ রান করে সাজঘরের পথ ধরেন সাইফ। তার আউটের পর সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন সৌম্য সরকার। তবে নার্ভাস নাইনটিতে আটকা পড়লেন সৌম্য। ৯১ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভার শেষে ২ উইকেটে ২১০ রান।
এর আগে মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। টাইগার দুই ওপেনার সৌম্য ও সাইফ মিলে ওপেনিংয়ে ১৫২ বলে ১৭৬ রানের জুটি গড়েন।
ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। সর্বোচ্চটি ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। লিটন–তামিম করেন ২৯২ রান। এ ছাড়া প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে। ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে আগের সেরা উদ্বোধনী জুটি ছিল ১৪৪ রানের।
ক্যারিবীয়দের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে দুই ওপেনারই ছুটছিলেন সেঞ্চুরির দিকে। বেশ প্রাণবন্তও মনে হচ্ছিল তাদের। ইনিংসের ২৬তম ওভারে প্রথম হোঁচট খায় বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের হাতে ধরা পড়েন সাইফ হাসান। ১৭৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রান করে সাজঘরে ফেরেন সাইফ।
এরপর সৌম্য সরকার ৮৬ বলে ৯১ রানে আকিল হোসেনের বলে ক্যাচআউটের শিকার হয়। এই রান করতে তিনি ৭টি চার ও ৪টি ছক্কা হাঁকান।
দুই দল একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ। অলিখিত ফাইনাল। শান্ত-মিরাজরা প্রস্তুত সিরিজ জয় নিশ্চিত করতে। অন্যদিকে সিরিজ জয় করতে মরিয়া ক্যারিবীয়রাও।
বিডি-প্রতিদিন/বাজিত