নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে গিয়ে মো. রিপন মিয়া (৪৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের নতুন কোর্ট এলাকায় এই ঘটনা ঘটে।
রিপন মিয়া ভোলার লালমোহন এলাকার মোস্তফা কবিরাজের ছেলে। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে শহরের দেওভোগ এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।
রিপন মিয়ার ছোট ভাই ইমাম হোসেন বলেন, আমার ভাই অনেকদিন ধরেই ঠিকাদার হিসেবে কাজ করে আসছেন। এদিন আইনজীবী সমিতির ভবনের পঞ্চম তলায় কাজ শুরু হয়। কাজের শুরুতেই আমার ভাই মিনিক্রেন দিয়ে পঞ্চম তলায় মালামাল ওঠানো পরীক্ষা করে দেখছিলেন। ক্রেন চালু করার সঙ্গে সঙ্গেই কম্পন সৃষ্টি হয়। সেই কম্পনে নিজে ধরে রাখতে না পেরে নিচে পড়ে যান। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিলা হারুন বলেন, হাসপাতালের নিয়ে আসার আগেই তার (রিপন মিয়া) মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, দুপুরের নামাজের সময় শুনি ওপর থেকে একজন নিচে পড়ে গেছে। এরপর নিচে গিয়ে দেখি কন্ট্রাক্টর পড়ে গেছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/কেএইচটি