চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আগামী রবিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। এতে যুক্তরাজ্যে,থাইল্যান্ড, বাংলাদেশসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশ নিবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের আন্তঃবিষয়ক সমন্বয়’। অনুষ্ঠানে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিন দিনের সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া গবেষকরা ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবে।
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন। এছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান হিসেবে অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক সম্মেলনের মিডিয়া কমিটির আহ্বায়ক প্রফেসর ড. একেএম হুমায়ুন কবির, সিভাসু’র পরিচালক(বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রফেসর ড. মো. রায়হান ফারুক এবং প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/কামাল