বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে দলকে আরও শক্তিশালী করতে বাড়তি একজন স্পিনারকে দলে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডে সিরিজ মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে চট্টগ্রামে। ভেন্যু ভিন্ন হলেও কন্ডিশন স্পিন নির্ভর হবে বলেই ধারণা সফরকারীদের। তাই সবকিছু বিবেচনায় নিয়ে বাঁহাতি স্পিনার খারি পিয়েরেকে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
খারি পিয়েরে যুক্ত হলেও স্কোয়াডের সদস্য সংখ্যা কমে ১৪ জনে দাঁড়িয়েছে। কারণ দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস ইনজুরির কারণে খেলতে পারছেন না। দুই পেসার ছিটকে যাওয়ার পর ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয় আকিল হোসেন ও রেমন সিমন্ডসকে। এখন খারি পিয়েরেকে টি-টোয়েন্টি দলে নেওয়া হলো। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে তিনি ১ উইকেট পান।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৭ অক্টেবর। পরের দুটি হবে যথাক্রমে ২৯ ও ৩১ অক্টেবর। প্রতিটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।
বিডি-প্রতিদিন/আশফাক