সাহিত্য সংগঠন ‘ফিরে দেখা’র এক যুগ পূর্তিতে রংপুরে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে সারাদেশ থেকে আসা দুই শতাধিক কবি, সাহিত্যিক, লেখক, ছড়াকারের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক ও নাট্যকার ফরিদ আহমেদ দুলাল।
ফিরে দেখার সভাপতি তাপস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইলিয়াছ প্রামাণিক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, পুলিশের রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিরে দেখার সাধারণ সম্পাদক সাকিল মাসুদ। সাহিত্য উৎসব উপলক্ষে দিনব্যাপী স্মারক বক্তৃতা, কবিকণ্ঠে কবিতা, বিষয়ভিত্তিক আলোচনা, ফিরে দেখা ছোট কাগজের আবরণ উন্মোচন, পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল