সাভারের ইপিজেড এলাকায় তিন মাসের বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস চার্জের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
রবিবার সকালে ইপিজেড এলাকায় শ্রমিকরা কাজে এসে দেখতে পান ওই তিন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা–চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
প্রায় ১০ হাজার শ্রমিক অংশ নেন এই বিক্ষোভে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে তাঁরা নিয়মিত কাজ করলেও বেতন ও সার্ভিস চার্জের টাকা পরিশোধ করা হয়নি। হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণায় তাঁদের পরিবারের জীবিকা সংকটে পড়েছে। তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ–১ এর পুলিশ সুপার (এসপি) ইফতেখার রহমান বলেন, শ্রমিকরা বিক্ষোভে নামলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে ডিইপিজেডের জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুস সোবহান জানান, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে বেতন ও ভাতা পরিশোধ করবে।’
ঘটনার পর বেপজা কর্তৃপক্ষ মাইকিং করে শ্রমিকদের আশ্বস্ত করে, এবং পরিস্থিতি শান্ত হয়।
বিডি প্রতিদিন/হিমেল