ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে শ্বশুরের দায়ের কোপে লিমা খাতুন (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
রবিবার (২৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে লিমার ঘর থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে লিমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, লিমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তার শ্বশুর মুকুল শেখ পলাতক রয়েছেন। পুলিশ ধারণা করছে, মানসিক প্রতিবন্ধী মুকুল শেখ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহত লিমার স্বামী আব্দুর রব জানিয়েছেন, তার মানসিক প্রতিবন্ধী পিতা লিমাকে খুন করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/তানিয়া