বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক মননশীল সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কালকিনি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা।
আলোচনায় অংশ নেন কালকিনি উপজেলা শুভসংঘের উপদেষ্টা শিক্ষক মিরন রায় চৌধুরী, সহ-সভাপতি মনির হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মুবিন, অর্থ সম্পাদক জুবায়ের সরদার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইমরান হোসেন রূপম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জেমি আফসানা মিমি, সাবেক সাংগঠনিক সম্পাদক হাচিবুল হাসান এবং শিল্পী হিমেল আহমেদ তোতা প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র- যিনি কবিতা, উপন্যাস, ছোটোগল্প ও প্রবন্ধে এক নবধারা সূচনা করেছিলেন। তাঁর সাহিত্যকর্মে প্রেম, মানবিকতা ও সমাজবাস্তবতার এক অনন্য মেলবন্ধন পাওয়া যায়।
তারা আরও বলেন, তাঁর সাহিত্য বাংলা ভাষাকে দিয়েছে নতুন অভিব্যক্তি ও জীবনের গভীর উপলব্ধি।
অনুষ্ঠানের কালকিনি উপজেলা শুভসংঘের সভাপতি মো. আবুল খায়ের সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তানহা ইসলাম।
বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন স্থানীয় তরুণ প্রজন্মের মাঝে সাহিত্য প্রেম জাগিয়ে তোলে।
বিডি-প্রতিদিন/তানিয়া