হেমন্তেও গ্রীষ্মের খরতাপ। বিদ্যালয়ের প্রাত্যহিক শরীর চর্চা সংক্ষিপ্ত করা হলো। ঘেমে একাকার শিশুরা বিদ্যালয়ের টিউবয়েল থেকে কেউ পানি খেলো কেউবা হাত-মুখ ধুয়ে আসে। ঘেমে একাকার হয়েও গাছ লাগানোয় ব্যস্ত শিক্ষার্থীরা।
শিক্ষকদের ‘না’ শুনেও তারা থামছে না। তাদের আবদার, ‘আমরাও গাছ লাগাবো। আমরাও কাজ করবো।’ কেউ গাছ নিয়ে এলো। কেউ টবে মাটি দিলো। আবার কেউবা মাটি কেটে টবে রাখলেন। এরপর গাছ লাগানো।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাগান করে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের শোভাবর্ধনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা শুভসংঘ আখাউড়া শাখার উদ্যোগে ফুল ও ফলের চারা বিদ্যালয়ের আঙিনায় আর টবে লাগানো হয়। সকাল সাড়ে নয়টা থেকে ১০টা পর্যন্ত চলে এ কর্মযজ্ঞ।
এ আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিরা অংশ নেন। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু এ আয়োজনের সমন্বয় করেন।
শিক্ষার্থীরা জানায়, তারা খুব খুশি। বসুন্ধরা শুভসংঘের জন্য তাদের বিদ্যালয়ের সৌন্দর্য বেড়েছে। তারা শুভসংঘের এমন উদ্যোগের সাধুবাদ জানায়। বসুন্ধরা শুভসংঘ যেন এ ধরনের আয়োজন অব্যাহত রাখেন সেই আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, ‘বিদ্যালয়ের সৌন্দর্য বাড়াতে ফুল, ফলের বাগান করার কোন বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘ আমাদের বিদ্যালয়ে বাগান করতে সহযোগিতা করেছে। এ উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়। বসুন্ধরা শুভসংঘের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো।’
বিডি-প্রতিদিন/তানিয়া