এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ঠিক কয়েক দিন আগেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এই সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা দক্ষিণ কোরিয়ায় সমবেত হবেন।
নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছে পিয়ংইয়ং। কয়েক মাস পর এটিই উত্তর কোরিয়ার এ ধরনের প্রথম উৎক্ষেপণ।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, সম্ভাব্য শত্রুদের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধের স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়ানোই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রধান লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও বুধবার ক্ষেপণাস্ত্র ছোঁড়ারর বিষয়টি নিশ্চিত করে।
উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চন এই পরীক্ষাটিকে দেশের আত্মরক্ষামূলক সক্ষমতার অগ্রগতির প্রমাণ হিসেবে প্রশংসা করেছেন। কেসিএনএ তাকে উদ্ধৃত করে বলেছে, নতুন এই অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থাটি উত্তর কোরিয়ার আত্মরক্ষামূলক প্রযুক্তিগত সক্ষমতা ক্রমাগত উন্নত হওয়ার স্পষ্ট প্রমাণ।
যদিও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উৎক্ষেপণে উপস্থিত ছিলেন না। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দুটি হাইপারসনিক প্রজেক্টাইল পিয়ংইয়ংয়ের দক্ষিণ দিক থেকে উৎক্ষেপণ করা হয়। সেগুলো দেশের উত্তর-পূর্বের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রগুলির একটি উড়ন্ত অবস্থায় রয়েছে।
সূত্র: এপি
বিডি প্রতিদিন/নাজমুুল