সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে পিকআপভ্যান উল্টে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. নায়েব প্রামানিক (৫০)। তিনি তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা পথচারী নায়েব প্রামানিকের ওপর পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মহিষলুটি বাজার এলাকায় দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এক পথচারী নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় তাড়াশ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/মাইনুল