নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেংগুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় বাসিন্দা মো. কাজী আবু হানিফের বাড়ির রান্নাঘরের জানালা ভেঙে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির লোকজনকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা), দুটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি বাটন মোবাইল লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, ‘রাতে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
বিডি-প্রতিদিন/আশফাক