গাইবান্ধার পলাশবাড়ী সরকারী কলেজ মাঠে শুক্রবার বিকেলে অন্যরকম ফুটবল ম্যাচের আস্বাদ নিলেন দর্শকরা। কারণ ‘মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে আমরা’ শ্লোগাণকে সামনে রেখে এই প্রীতি ম্যাচটি তে অংশ নিলেন একঝাঁক নারী ফুটবলার। তাদের প্রতিপক্ষ কিশোর ফুটবলাররা। ত্রিশ মিনিটের এই তীব্র প্রতিদ্বন্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত গোল শূন্য থেকে গেলেও নারী ফুটবলারদের লড়াকু নৈপুন্যে মুগ্ধ সকলে। কিশোরাও ছাড় দেননি এতটুকুও।
তবে দৃষ্টি কেড়েছেন নারী দলের গোলরক্ষক বিকেএসপির প্রশিক্ষণে গড়ে ওঠা কুমারী আদ্রিতা রানী। প্রতিপক্ষের আক্রমনের মুখে একের পর এক দৃষ্টি নন্দন গোল বাঁচিয়েছেন তিনি। অন্যদিকে রক্ষন থেকে সাবলীলভাবে আক্রমনে গেছেন হাবিবা, সূবর্ণা, রিতু, শিশির, সুমি ও রুবিনারা। বিকেএসপির প্রশিক্ষণ পাওয়া সাদিয়া আকতার অল্পের জন্য গোল পাননি।
এর আগে ছিল উদ্বোধন পর্ব । বসুন্ধরা শুভসংঘের পলাশবাড়ি উপজেলা শাখার সভাপতি ও জেলার অন্যতম নারী ফুটবল প্রশিক্ষক সুরুজ হক লিটনের সভাপতিত্বে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন পবনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মানিক, পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব, ফুটবল একাডেমির সংগঠক মনিরুজ্জামান মিথুন, ব্যবসায়ী মো. আতিকুর রহমান, সাবেক ফুটবলার খায়রুল ইসলাম, কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনসহ অন্যরা। এই পর্বটি সঞ্চালনা করেন শুভসংঘের পলাশবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক সুমাইয়া আকতার সুমনা।
ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন। তাদের ‘না’ শ্লোগান ছড়িয়ে পড়ে মাঠের চারধারে থাকা দর্শকদের মধ্যেও।
সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মানিক বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের কর্মকান্ড নিবিড় ভাবে লক্ষ করছি। আমি মুগ্ধ এবং অভিভূত। সমাজে নারীদের অবস্থান সুদৃঢ় করতে বাল্য বিবাহ বিরোধী প্রচারনার অংশ হিসেবে তারা ফুটবল মাঠকে বেছে নিয়েছেন। যা অনেক বেশি কার্যকর ও অভিনব।’
শিক্ষক সাবিনা ইয়াসমিন বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘শুভসংঘের মাধ্যমে যে ভাবে সারা দেশে মানবিক কাজে তরুণদের তারা যে ভাবে উৎসাহিত করছেন এর কোন তুলনা হয় না। তিনি নারী শিক্ষা, নারী সুরক্ষা ও নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে আরও বেশি কাজ করার আহবান জানান।’
পলাশবাড়ি উপজেলা শুভসংঘের সভাপতি সুরুজ হক লিটন বলেন, ‘একদিকে বাল্য বিবাহের কারণে নারীরা অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন, অন্যদিকে মাদকের ছোবলে কিশোর তরুণরা বিপথগামী হচ্ছে। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ এই বিষয়টি নিয়ে আরও কাজ করবে।’
বিডি-প্রতিদিন/আশফাক