এল ক্লাসিকোর মতো দ্বৈরথে কথার লড়াইয়ের সঙ্গে খানিকটা শরীরি লড়াই থাকবে, সেটাই তো স্বাভাবিক। লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর সময়কার চিরপ্রতিদ্বন্দ্বি দুই ক্লাবের ফুটবলাররা তো প্রায়ই হাতাহাতিতে জড়িয়ে পড়ত। লামিনে ইয়ামাল-কিলিয়ান এমবাপে যুগের দ্বৈরথেও দেখা গেল আগের সেই উত্তাপ।
বার্সেলোনার বিপক্ষে টানা চার ম্যাচে হারের পর অবশেষে গতকাল রাতে জয়ের দেখা পায় রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহাম ও এমবাপের গোলে লা লিগায় ২-১ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান দৃঢ় করে জাবি আলোনসোর দল। ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার পর দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে ইয়ামালের ওপরই যত ক্ষোভ ঝাড়তে দেখা যায় রিয়ালের খেলোয়াড়দের।
প্রতিপক্ষের ফুটবলারদের এমন আচারণ মোটেও ভালো লাগেনি বার্সার সহকারী কোচের। লাল কার্ডের কারণে নিষেধাজ্ঞায় থাকা প্রধান কোচ হান্সি ফ্লিকের অনুপস্থিতিতে ডাগ-আউট সামলান কাতালান ক্লাবটির সহকারী কোচ মার্কাস সর্গ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইয়ামালের পারফরম্যান্সের সঙ্গে ম্যাচে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। মার্কাস সর্গ বলেন, ‘ইয়ামালের জন্য কঠিন এক দিন ছিল এটা। সে শুধু দর্শকের বিদ্রুপ আচরণেরই শিকার হয়নি বরং রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আচরণও ছিল কিছুটা প্রশ্নবিদ্ধ।’
ম্যাচটিতে উত্তেজনা সৃষ্টির মশলা আগেই ছিটিয়ে দিয়েছিল ইয়ামালের একটি মন্তব্য। একটি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বার্সা তারকা বলেনছিলেন, ‘রিয়াল চুরি করে এরপর অভিযোগও করে’। প্রতিপক্ষের ফুটবলারের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ সৃষ্ঠি হয় রিয়ালের ফুটবলারদের মধ্যে। ম্যাচ শেষে লস ব্লাঙ্কোসদের রাইট ব্যাক দানি কারবাহাল, থিয়াবো কোর্তোয়া ও ভিনিসিয়ুস জুনিয়রকে তেড়ে আসতে দেখা যায় ইয়ামালের দিকে।
মাঠেও ইয়ামালকে ভালোভাবেই সামলেছেন রিয়ালের ফুটবলাররা। গত মৌসুমের এল ক্লাসিকোতে দুর্দান্ত পারফরম্যন্সে দলের জয়ে অবদান রাখলেও গতকাল নিষ্প্রভ ছিলেন ইয়ামাল। গোলের তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেননি ১৮ বছর বয়সী উইঙ্গার।
সর্গ মনে করেন, বার্নাব্যুর প্রতিকূল পরিবেশ ইয়ামালের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে, ‘হয়তো কিছুটা প্রভাব ফেলেছে। কারণ ও এখনো শিখছে কিভাবে দর্শকের আওয়াজ, শ্লেষ—এসব সামলাতে হয়।এটা শেখার অংশ। তবে সাধারণত ও অনুপ্রাণিত থাকে এবং ভালো খেলে, আজকের দিনটা তার জন্য কঠিন ছিল।’
তরুণ উইঙ্গার জন্য সমর্থন চেয়ে সর্গ বলেন, ‘ইয়ামাল ইনজুরি থেকে ফিরেছে, ওর ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। আরও বড় ম্যাচে খেলে ছন্দ ফিরে পাওয়া দরকার। ওর বয়স মাত্র ১৮, তাই সময় দিতে হবে, সহায়তা করতে হবে—আমরা সবাই সেটা করব।’
বিডি প্রতিদিন/নাজিম