বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রসংস্কারে নারীর ক্ষমতায়ন, অধিকার নিশ্চিতে ধানের শীষের পক্ষে প্রান্তিক নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, বিএনপি নেতা নিজাম চৌধুরী, নুর নবি চৌধুরী, তোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নুরুন নাহার আক্তার রোজি। এতে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/কেএইচটি