মানিকগঞ্জে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বণার্ঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের সামনে থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপির চেয়ারপারসের উপদেষ্টা আফরোজা খানম রিতা প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও জিয়াউদ্দিন আহমেদ কবিরসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ