দক্ষিণ কোরিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
শনিবার (২৫ অক্টোবর) বিদেশে সরকারি সফর শেষে দেশে ফিরেন বিমান বাহিনী প্রধান।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কোরিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত Seoul International Aerospace & Defense Exhibition (ADEX)-2025 এ অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরের উদ্দেশ্যে গত ১৮ অক্টোবর (শনিবার) ঢাকা ত্যাগ করেন।’
বিডি-প্রতিদিন/বাজিত