দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। চয়নিকা চৌধুরীর পরিচালনায় তিনি এর মধ্যে অভিনয় করেছেন ‘দ্বিতীয় বিয়ের পর’ নাটকে।
নাটকটি নিয়ে নওশাবা বলেন, "অনেক দিন পর, দিন না প্রায় অনেক বছর পর নাটকে অভিনয় করছি। মঞ্চে তো আছি নিয়মিত, কিন্তু ক্যামেরার সামনে অনেক দিন দাঁড়ানো হয়নি। নাটকের গল্পটা বেশ সুন্দর আর চয়নিকা দিদির আন্তরিকতা তো আছেই। কাজটি করে ভালো লেগেছে দর্শকেরও নাটকটি বেশ ভালো লাগবে।"
ফেইসবুকে এক পোস্টে নওশাবার সঙ্গে শুটিংয়ের বেশ কিছু ছবি পোস্ট করে চয়নিকা চৌধুরী লিখেছেন, "নওশাবার সঙ্গে চার বছর পর কাজ করলাম। শেষ কাজ করেছিলাম 'তুমি নাকি আমি' নাটকে।"
নাটকের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। গেল সেপ্টেম্বরে কলকাতায় মুক্তি পেয়েছে নওশাবার সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। অনীক দত্তের পরিচালনায় এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন আবীর চট্টোপাধ্যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        