গাইবান্ধায় পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় উজ্জল মিয়া (৪৫) নামে এক গাঁজা কারবারি পালিয়ে গেলেও মনি বেগম (৪২) নামে এক নারীকে হেরোইনসহ আটক করা হয়েছে।
গ্রেপ্তার মনি বেগম সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার এলাকার শফিকুল ইসলাম ঠান্ডার স্ত্রী। পলাতক উজ্জল মিয়া সদর উপজেলার ব্রিজ রোডের মিস্ত্রিপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ সোমবার দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে সাদুল্লাপুরের মীরপুর বাজার এলাকা থেকে মনি বেগমকে হেরোইনসহ আটক করা হয় এবং বিকেলে সদর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মনি বেগমকে আটক করা হয়। পরে বিকালে সদর উপজেলার ব্রিজ রোডের মিস্ত্রিপাড়া এলাকায় আরেকটি অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অভিযানে জড়িত উজ্জল মিয়া পালিয়ে যায়।
উপপরিচালক শাহ্ নেওয়াজ জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৩ গ্রাম হেরোইনের মূল্য প্রায় ৩০ হাজার টাকা। ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে উজ্জল মিয়ার বিরুদ্ধে সদর থানায় এবং মনি বেগমের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক