রাজবাড়ীর পাংশায় নসিমনের ধাক্কায় ছিবারন বিবি (৭০) নামে এক নারীর নিহত হয়েছেন। নিহত ছিবারন উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়া গ্রামের আসমত মোল্লার স্ত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার দত্তের বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দত্তের বাজারে একটি স্যানেটারি দোকান থেকে বের হওয়ার সময় একটি নসিমন ছিবারন বিবিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীরয়া তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালউদ্দীন আহমেদ বলেন, সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল