স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলের জন্য সূর্য দেবতার কৃপালাভের আশায় ছটপূজা দিয়েছেন দিনাজপুরের সনাতন ধর্মাবলম্বীরা। আজ মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেষ হয়েছে এই ধর্মীয় উৎসব।
সূর্য পূজাকে স্থানীয়ভাবে বলা হয় ছটপূজা। প্রতিবছর কালীপূজার পর শুক্লা পক্ষের ষষ্ঠি তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে দুই দিনব্যাপী এই পূজা উদযাপন করা হয়। একে অনেকে সূর্যস্নানও বলে থাকেন।
গত সোমবার বিকেলে পুনর্ভবা নদীর তীরে দুইদিনব্যাপী সূর্য পূজা (ছটপূজা) শুরু হয়ে মঙ্গলবার সকালে শেষ হয়েছে। ছটপূজা কেন্দ্র করে পুনর্ভবা নদীর তীরে হিন্দু ধর্মালম্বী সব বয়সী নারী ও পুরুষের মিলন মেলায় পরিণত হয়। ঢাক আর ঢোলের তালে মুখরিত ছিল নদীর তীরের পূজাস্থল।
পুরোহিত শ্রী সুদামা উপাধ্যয় বলেন, মূলত অবাঙালি হিন্দু ধর্মালম্বী নারীরা স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলার্থে সূর্য্য দেবের কৃপা লাভের আশায় নদীর তীরে সূর্য্য পূজা (ছটপূজা) করে থাকেন। এই পূজা ভগবান শ্রী রামের স্ত্রী সিতা মইয়া এবং পার্বতী দেবীও পালন করেছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল